বিবরণী
- চিন্ময় বসু ১৮-০৫-২০২৪

ভগ্ন থামের তলায়
শূন্য ও নিদ্রার ভিতরে
তোমার নামের অক্ষরগুলি
আমার অনিদ্রার প্রহর জুড়ে
আনাগোনা করে।

তোমার বলিষ্ঠ আদিম কেশদাম
শেষ গ্রীষ্মকালের বজ্র ও বিদ্যুতের মত
মিষ্ট হিংস্রতায়
রাত্রির পিছনে কাঁপে।

স্বপনের কালো নদী
ধ্বংসের দুই কুলের
মাঝখান দিয়ে বয়ে গেলে
কোথা থেকে তোমার
অবয়ব চলে আসে।
তিক্ত রেশম, বিস্মৃতি,
রাতের ভেজা তীরভূমি
আর নিদ্রাহীন অন্ধ সমুদ্রের
স্ফীতি ও গর্জন কানে আসে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১২-০৬-২০২০ ০৫:২৭ মিঃ

অসাধারণ প্রকাশ